১১০ ইউএনওকে বদলির প্রস্তাব ইসিতে

fec-image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দেশের ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করার জন্য নির্বাচন কমিশনে (ইসি) প্রস্তাব পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (৬ ডিসেম্বর) ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।

অতিরিক্ত সচিব বলেন, কমিশনে ১১০ জন ইউএনওকে বদলির জন্য প্রস্তাব এসেছে। এখনো তা অনুমোদন দেয়া হয়নি। এর আগে ৮বিভাগে প্রথম পর্যায়ে ৪৭ জন উপজেলা নির্বাহী অফিসারের প্রস্তাবিত কর্মস্থলে বদলির সম্মতি দেয় নির্বাচন কমিশন।

গত ৩০ নভেম্বর সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এজন্য কাদের বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্যও বলে সংস্থাটি।

ওই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে ৪৭ জন ইউএনওকে এরইমধ্যে বদলির অনুমোদন দিয়েছে ইসি। আর ১১০ জন ইউএনও এবং ৩৩৮ ওসির বদলি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দ্বাদশ সংসদ নির্বাচন, রাজনীতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন