বান্দরবানে নির্বাচনি র্ভাচুয়ালি জনসভায় প্রধানমন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করার আহ্বান প্রধানমন্ত্রীর

fec-image

দ্বাদশ সাংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বান্দরবান জেলা আওয়ামীলীগ প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে রাজার মাঠ প্রাঙ্গণে বান্দরবান জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে তিনি নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করেন।

এর আগে প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে চারটি জেলায় আওয়ামীলীগ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বান্দরবান জেলা আওয়ামীলীগ প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

এসময় আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে আবারো বিজয়ী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সবশেষে পাহাড়ের ১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজেদের সংস্কৃতির নৃত্য পরিবেশনে করে।

এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশসহ অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মী ও জেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উন্নয়ন, দ্বাদশ সংসদ নির্বাচন, প্রধানমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন