বাঘাইছড়িতে ২২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২২ কোটি টাকার ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রাঙামাটি (২১ সেপ্টেম্বর) বাঘাইছড়ি উপজেলা অডিটোরিয়ামে সম্মুখে ফলক উন্মোচন করে এ প্রকল্পগুলো তিনি উদ্বোধন করেন।

উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র মো.জমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি জায়গার উন্নয়ন করতে গেলে সড়ক ও অবকাঠামো উন্নয়ন করতে হয় বলে জানিয়ে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে শেখ হাসিনা সরকার খুবই আন্তরিক। কিন্তু পার্বত্য অঞ্চলের উন্নয়নে প্রতিটি উন্নয়ন কাজ করতে গিয়ে প্রতিটি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে। পাহাড়ে আঞ্চলিক দলগুলোর আন্তরিকতা থাকলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন আরো গতিশীল হতো।

প্রকল্প গুলো হচ্ছে ৭ কোটি টাকা ব্যায়ে উপজেলা হতে উগলছড়ি ভায়া বটতলী বাজার রোড, ৫০ লাখ টাকা ব্যয়ে বাঘাইছড়ি উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ, ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মাহিল্যা বাজার শেড নির্মাণ, ৫০ লাখ টাকা ব্যয়ে মাচালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ, ১১ কোটি টাকা ব্যয়ে মারিশ্যা বাজার জিসি-দুরছড়ি বাজার রাস্তা উন্নয়ন, ৫০ লাখ টাকা ব্যয়ে পতেঙ্গাছড়া ভুপেন্দ্রলাল কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বন্যার পানিতে ডুবে মৃত ৪ শিশুর পরিবারের মাঝে ৫ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উন্নয়ন, বাঘাইছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন