পরিবারসহ করোনায় আক্রান্ত পার্বত্য মন্ত্রী উশৈসিং

পরিবারসহ করোনায় আক্রান্ত পার্বত্য মন্ত্রী উশৈসিং, মন্ত্রীর সহধর্মিণী মেহ্লা প্রু, মেয়ে ভেনাস ও ড্রাইভার আলী আকবরসহ চারজন করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) তার একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘করোনার উপসর্গ দেখা দেওয়ায় পার্বত্য মন্ত্রীসহ পরিবারের সদস্যরা মহাখালী আইসিডিআর ল্যাবে করোনা পরীক্ষা করান। পরে ২০ জানুয়ারি বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে। তারা বেইলি রোডস্থ মিনিস্টার্স এপার্টমেন্টের বাসায় চিকিৎসাধীন রয়েছেন।’
উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রথমবার করোনায় আক্রান্ত হলে ৭ জুন বান্দরবান সেনা জোন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। পরে তিনি করোনা মুক্ত হন।