পার্বত্য চট্রগ্রাম এলাকায় টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনার মাষ্টার প্লান তৈরি

‘পাথর উত্তোলন ও গাছ কাটা বন্ধ করলে পার্বত্য অঞ্চলে পানির উৎস বৃদ্ধি পাবে’

fec-image

পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনার মাস্টার প্লান তৈরির নিমিত্তে সমীক্ষা কার্যক্রমে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, কৃষি অফিসার হাসিবুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক, টেকসই প্রকল্পের কর্মকর্তা কর্মচারীগন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, টেকসই সামাজিক প্রকল্পের কর্মকর্তা মৃদুল বাবু।

সভায় প্রধান অতিথি উবাচ মারমা বলেন, পার্বত্য অঞ্চলে পানির তীব্র সংকট দেখা দেয়, একমসয় পার্বত্য অঞ্চলে ঝিড়ি ঝরনা ছিল। বর্তমানে এগুলো এখন বিলপ্তির পথে, পাহাড়ে পাখর উত্তোলন ও গাছ কাটা বন্ধ করলে পার্বত্য অঞ্চলে পানির উৎস বৃদ্ধি পাবে। ফলে পার্বত্য চট্রগ্রাম পানি ধরে রাখার এ বিকল্প ছাড়া আর কোন উপায় নাই।

বর্তমান সরকার পানি ব্যবহারের জন্য ইতিমধ্যে অনেক প্রকল্প হাতে নিয়েছেন যাহা বাস্তবায়ন প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে পানি শুকানোর কারণ হল, পাহাড়ে শেগুন গাছ রোপনের কারণে পানির উৎস শুকিয়ে যায়। তাই পানি রক্ষার্থে এ পৃথিবীতে বাঁচতে হলে সকলে একমত পোষন করতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন