পানছড়িতে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

fec-image

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ’১৪৩২ উপলক্ষে নানা আয়োজন সাজেছিল পানছড়ি উপজেলা প্রশাসন। এ উপলক্ষে ১৪’এপ্রিল সোমবার সকল জাতিগোষ্ঠীসহ সর্বস্তরের জনগণের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটা থেকে অনুষ্ঠিত শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন পানছড়ি থানার ও ওসি মো: জসীম উদ্দিনসহ উপজেলার সকল দপ্তরের প্রধানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেয়। ঐতিহ্যবাহী পোশাক আর বিভিন্ন পে ফেষ্টুন হাতে শোভাযাত্রাকে করে তুলে প্রাণবন্ত।

শোভাযাত্রা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচে আর গানে বর্ষকে বরণ করে নেয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাঁওতাল নৃত্য। সাঁওতাল সম্প্রদায়ের নজরকাড়া নৃত্যে করতালিতে মুখরিত ছিল উপজেলা পরিষদ মিলনায়তন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পানছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন