পানছড়িতে বিজিবির উদ্যোগে মানবিক ও আর্থিক সহায়তা প্রদান
জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় ঢেউটিন, সেলাই মেশিন ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
বুধবার (২১ জুন) লোগাং জোন সদর দপ্তরে এসব অনুদান প্রদান করা হয়।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)’র দায়িত্বপূর্ণ এলাকার কর্মহীন, অসহায়, হতদরিদ্র, সেলাই কাজ জানা বেকার ও দুস্থ জনসাধারণের আবেদনগুলো যাচাই-বাচাই করে অনুদান প্রদান করা হয়।
এ সময় ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম উপস্থিত থেকে সহায়তাগুলো তুলে দেন।
এছাড়া তিনি এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
ঘটনাপ্রবাহ: অনুদান, দুঃস্থ, পানছড়ি
Facebook Comment