চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটির মৃত ২৭ শ্রমিক পরিবারের মাঝে অনুদান প্রদান

fec-image

আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-৭২৬ এর অন্তর্ভুক্ত চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটির উদ্যোগে মৃত শ্রমিক পরিবার ও কর্ম অক্ষম শ্রমিককে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে মৃত শ্রমিক পরিবারের মাঝে এ অনুদান তুলে দেন।

চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটির সভপতি রফিক আহামদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিক উদ্দিনের সঞ্চালনায় অুনদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম-সিলেট) বিভাগ সভাপতি বাবু মৃণাল চৌধুরী, এতে
বিশেষ বক্তার বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. আবু মুছা।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু মুছা, সাবেক পৌরসভার কমিশনার ছৈয়দ আলম, চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সভাপতি নুরুল হোছাইন কোম্পানি, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, চকরিয়া-লামা-আলীকদম জিপ মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক জাফর আহমদ, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয় সভাপতি জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটির মৃত ২৭ জন শ্রমিক পরিবার ও কর্ম অক্ষম ২ জন শ্রমিককে ১১ লাখ ৮০ হাজার টাকা এককালীন আর্থিক অনুদান তুলে দেন এ শ্রমিক সংগঠনটি। বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি জাফর আলম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৃত ২৭ শ্রমিক পরিবার ও কর্ম অক্ষম ২ জনকে ব্যক্তিগত তহবিল থেকে প্রতিজনকে নগদ চার হাজার টাকা করে প্রদান করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অনুদান, চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটি, শ্রমিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন