পানছড়ির খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালেন এক দম্পত্তি


পানছড়ির খেটে খাওয়া শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ির চাকুরীজীবী শাহনাজ সুলতানা এবং তার ব্যবসায়ী স্বামী।
এসএস ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ সুলতানা বৃহস্পতিবার(৯ এপ্রিল) সকাল থেকেই সরেজমিনে এসে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন পানছড়ি সকল সম্প্রদায়ের খেটে খাওয়াদের হাতে।
পানছড়ির কানুনগো পাড়া, সাওঁতাল পাড়া, লতিবান ও কুড়াদিয়ার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক পরিবারের মাঝে দিয়েছেন খাদ্য সামগ্রী। যার মাঝে ছিল দশ কেজি চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, লবণ ও সাবান।
দু’জনের জমানো টাকা দিয়ে এসব সামগ্রী বিতরণ করতে আসা শাহনাজ সুলতানা জানান, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারাটা ভাগ্যের ব্যাপার। অল্প হলেও দুজনের অর্থায়নে তাদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ সময় তিনি সচেতনতামুলক লিপলেট বিতরণ করেন। অন্যান্য উপজেলায়ও খাদ্য সামগ্রী বিতরণ করবে বলে তিনি আশা প্রকাশ করছেন।