পানছড়ির পাঁচ ইউপিতে পাঁচটি পুলিশিং বিট গঠন করা হবে

fec-image

পানছড়িতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটা থেকে ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

‘বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যর ব্যানারে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ খোরশেদ আলী।

অফিসার ইনচার্জ মোঃ দুলাল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, প্রেসক্লাব সভাপতি জয়নাথ দেব প্রমুখ।

অফিসার ইনচার্জ বলেন, জনগনের কাছাকাছি গিয়ে সেবা পৌঁছে দিতেই পানছড়ির পাঁচ ইউপিতে পাঁচটি বিট গঠন করা হবে। থানার একজন অফিসার এর তদারকিতে থাকবেন। বিট তদারকি কর্মকর্তাকে তথ্য দিয়ে সহযোগিতা দেয়ার জন্য ইউপি সদস্য ও স্থানীয় জনগনকে অনুরোধ জানানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ কামরুজ্জামান, আওযামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাবেক সভাপতি মোঃ বাহার মিয়া প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, বিট পুলিশিং
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন