পানছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
পানছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল দশটায় ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী তুলে দেন। এলাকার প্রায় ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ ঈদ উপহার গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ রায়, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আহির উদ্দিন, ৩নং পানছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়েদুল হক আবাদ প্রমুখ।
অনুষ্ঠানে ফাতেমানগর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ঈদ বোনাস হিসেবে নগদ অর্থ তুলে দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাদেক আলী এ টাকা গ্রহন করেন।
নিউজটি ভিডিওতে দেখুন: