পাহাড়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাস নির্মূলের দাবিতে গ্রাফিতি
‘পাহাড়ে অবৈধ অস্ত্র মুক্ত চাই’, ‘সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত পাহাড় চাই’, নানা স্লোগান এবং অবৈধ অস্ত্রধারীদের ছবি দিয়ে গ্রাফিতিতে সেঁজেছে রাঙামাটির দেয়ালগুলো। দল বেঁধে শিক্ষার্থীরা শহরের মূল সড়কগুলোর বিভিন্ন দেয়ালে গ্রাফিতিতে এসব দাবি তুলে ধরছেন।
পাশাপাশি পাহাড়ে শিক্ষাবৃত্তি, চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভতির্র ক্ষেত্রে বাঙালি শিক্ষার্থীদের সাথে নানা নধরনের বৈষম্যের কথা দেয়ালে লিখে ও ছবি এঁকে তুলে ধরা হয়েছে।
গত দুদিন ধরে শিক্ষার্থীরা দেয়াল পরিষ্কার-পরিছন্ন করে জেলা শহরের বনরূপা, সিএনজি স্টেশন এবং কাঁঠালতলী এলাকায় অর্ধকিলোমিটার এলাকা জুড়ে বৈষম্যবিরোধী দাবিগুলো দেয়ালে দেয়ালে অংকন করছেন।
গ্রাফিতি আঁকায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, পাহাড়ে বসবাসরত বাঙালিরা সকল দিক থেকে বৈষম্যের শিকার। বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ক্ষুদ্র নৃ-গেষ্ঠিরা কোটা পায় ৩২৫টি, আর পাহাড়ের বাঙালিরা কোটা পায় মাত্র ৫৬টি তাও শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
তিন পার্বত্য জেলা পরিষদের নিয়োগে শতকরা ৮০ শতাংশ নিয়োগ পায় ক্ষুদ্র নৃ-গেষ্ঠিরা । আর বাঙালিরা মাত্র ২০ শতাংশ পায়। এই বৈষম্য দূর করতে তারা এমন কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানান।