পাহাড়ে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে কৃষকদের এগিয়ে আসার আহ্বান পার্বত্যমন্ত্রীর

fec-image

কৃষি ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে পাহাড়ের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শুক্রবার (১৪ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স কক্ষে প্রধান অতিথি থেকে তিনি এ আহবান জানান।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ের বিভিন্ন এলাকার কৃষক সমবায় সমিতি ও ১৯৩ জন কৃষকদের মাঝে ২১টি পাওয়ার টিলার, ১৪টি ধান কাটা ও মাড়াই মেশিন, ২৮টি সেচ পাম্পসহ বিভিন্ন কৃষি সরঞ্জাম ও ৭৪ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন পার্বত্যমন্ত্রী।

অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান, জেলা পরিষদের সদস্য ক‍্যশাপ্রু মারমা, বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম শাহনেওয়াজসহ উপকারভোগী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অর্থনীতি, কৃষক, পার্বত্যমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন