পাহাড়ি এলাকার অসহায় মানুষ খাদ্য সঙ্কটে থাক‌বে না: বিভাগীয় কমিশনার

fec-image

দে‌শের অন‌্যা‌ন্য মানু‌ষের চে‌য়েও দুর্গম পাহাড়ি এলাকার মানুষ বে‌শি অসহায়। তারপরও পাহাড়ি এলাকার এসব অসহায় মানুষ খাদ‌্য সংক‌টে থাক‌বেনা ব‌লে জা‌নি‌য়ে‌ছেন চট্টগ্রা‌মের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

তি‌নি ব‌লেন, তারা যেন খাদ‌্য সংক‌টে না থা‌কে এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বান্দরবা‌নের দুর্গম উপ‌জেলা থানচি‌তে মারমা, ম্রো, ত্রিপুরা, খুমি সম্প্রদায়সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হ‌চ্ছে।

র‌বিবার (১৮ জুলাই ) দুপু‌রে বান্দরবা‌নের থান‌চি‌তে উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে ও জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জির সভাপ‌তিত্বে কো‌ভিট-১৯ এর কার‌নে অসহায় ও কর্মহীন হ‌য়ে পড়া মানু‌ষের মা‌ঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী বিতরণকা‌লে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

এসময় তি‌নি আ‌রও ব‌লেন, দুর্গম পাহাড়ি এলাকার কোন মানুষ যেন খাদ্যসঙ্কটে না ভোগে এজন্য প্রধানমন্ত্রী তা‌দের প্রতি সহ‌যো‌গিতার হাত বা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছেন।

এসময় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরী‌জি ব‌লেন, আজ থান‌চি‌তে ৫শ প‌রিবা‌রের প্রতিজন‌কে ১০‌ কে‌জি চাল, ২‌ কে‌জি আলু, ১‌ কে‌জি তেল, ১‌ কে‌জি লবন, ১‌ কে‌জি চিড়া ও ১‌কে‌জি ক‌রে ডাল বিতরন করা হ‌য়ে‌ছে। এছাড়াও বি‌ভিন্ন সময় এসব অসহায় প‌রিবা‌রের মা‌ঝে ভি‌জি‌ডির আওতায় খাদ‌্যশস‌্য ও নগদ টাকাসহ নানান ধর‌নের সহ‌যো‌গিতা ক‌রে আসছে স‌রকার। ভ‌বিষ‌্যতেও এ ধর‌নের সহ‌যো‌গিতা অব‌্যহত থাক‌বে ব‌লেও জানান তি‌নি।

এসময় বান্দরবান পু‌লিশ সুপার জেরিন আখতার, থান‌চি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানীসহ থানচি উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন