পাহাড়ে ক্রীড়াঙ্গন ও খেলাধুলার মানোন্নয়নে কাজ করছে সেনাবাহিনী
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি ৩ ফিন্ড রেজিমেন্ট আর্টিলারী সেনা জোনের অধীনস্থ গুইমারা ও মানিকছড়ি উপজেলার ৮টি ফুটবল দল নিয়ে আয়োজিত জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন তিনটহরী একাদশ বনাম রাজপাড়া জুনিয়র একাদশ।
এ সময় নির্ধারিত সময়ে রাজপাড়া জুনিয়র একাদশ ১-০ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তিনটহরী একাদশ গোল পরিশোধ করতে ব্যর্থ হয়। ফলে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজপাড়া জুনিয়র ১-০ গোলে তিনটহরী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসিজি।
নিউজটি ভিডিওতে দেখুন:
এছাড়া বিশেষ অতিথি ছিলেন, জোনের উপ-অধি-নায়ক মেজর একেএম মো. ফয়সাল, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
পরে আয়োজক সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা,পিএসসি,জি অতিথিদের নিয়ে চ্যাম্পিয়ন দল রাজপাড়া জুনিয়র একাদশকে ২০ হাজার টাকা ও রানার আপ তিনটহরী একাদশকে ১০ হাজার টাকা প্রাইজমানিসহ ট্রপি তুলে দেন।
এ সময় জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা,পিএসসি,জি বলেন, খেলাধুলা মানুষকে সুশৃঙ্খল জীবন ও আদর্শ নাগরিক হতে শিখায়। পাহাড়ে পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে জাগ্রত করতে সেনাবাহিনী তৃণমূলে খেলাধুলার মানোন্নয়নে এ ধরণের টুর্নামেন্ট আয়োজনের ধারাবাহিকতা রাখবে। এতে করে পাহাড়ের খেলোয়াড়েরা একদিন দেশের ক্রীড়াঙ্গনের মুখ উজ্জ্বল করবে।