পেকুয়ায় ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত


কক্সবাজারের পেকুয়ায় মালবাহী চলন্ত ট্রাকের ধাক্কায় নাজমুল ইসলাম সাইদ (৯) ছিদ্দিকুর রহমান রাহাত (৯) নামের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত শিক্ষার্থীদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আহত শিক্ষার্থীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেকে প্রেরণ করে। রাত ৯টায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল ইসলাম সাইদ (৯) এর মৃত্যু হয়। পরিবারের লোকজন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নস্থ রহমানিয়া দারুণ উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম সাইদ উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারী মোড়া এলাকার নুরুল হকের পুত্র ও আহত ছিদ্দিকুর রহমান রাহাত একই ইউনিয়নের সিকদার ঘোনা এলাকার রাসেদুল ইসলামের পুত্র বলে জানা যায় । তারা দু’জনই রহমানিয়া দারুণ উলুম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রত্তক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল সাড়ে ৫টার বারবাকিয়া ইউনিয়নের রহমানিয়া দারুণ উলুম মাদ্রাসার হেফজ বিভাগ ছুটি হলে শিক্ষার্থীরা বাইরে খেলাধুলা করার জন্য বের হয়। খেলাধুলার এক ফাঁকে তারা রাস্তায় চলে যায়। ইতোমধ্যে বারবাকিয়া বাজারের দিকে বেপরোয়া ভাবে আসা মালবাহী একটা ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়।
ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক জব্দ করে এবং ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) কানন সরকার বলেন, ট্রাক এক্সিডেন্টে এক শিক্ষার্থী নিহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।