পেকুয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

fec-image

কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। ২৭ ফেরুয়ারি দুপুর ১২টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্ল্যাহ এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৪৪, ৫২, ৫৩ ধারায় ভোক্তাদের জীবন বিপন্ন ও জীবনহানী এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনসহ মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বারবাকিয়া বাজারের ভাই ভাই হোটেলের মালিক আব্দু রহমানকে ৭ হাজার টাকা, আল্লাহর দান ভাতঘরের মালিক আবু তাহেরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

এছাড়াও পেকুয়া চৌমুহনীতে রাস্তার পাশে অবৈধভাবে সিএনজি পার্কিং করায় এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় জন প্রতি ৫ শত টাকা করে ৩ জনকে ১ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করে। এছাড়া রাস্তার পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে চলমান ২ টি ফল দোকান সরিয়ে দেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাক আহমদ ও পেকুয়া থানার পুলিশ। এদিকে এ অভিযানকে সাধুবাদ জানিয়ে এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান সচেতনমহল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন