ফিলিস্তিনে ইজরাইলী হামলার প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন
![fec-image](https://www.parbattanews.com/wp-content/uploads/2021/05/IMG_20210521_165755-copy.jpg)
ফিলিস্তিনে ইজরাইলী হামলার প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এ মানববন্ধন কর্মসূচি উদ্যোগ নেন, আলা হযরত কবাখালী যুব সংগঠন |
উপজেলার কবাখালী বাজারের অনুষ্ঠিত এক ঘন্টার মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবাখালী জালালাবাদ জামে মসজিদের ঈমাম মাওলানা মোহাম্মদ সবুর।
সংগঠনের সভাপতি মো. নেজাম উদ্দীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মো. সিরাজুল ইসলাম।
মানববন্ধন কর্মসূচীতে ফিলিস্তিনে ইজরাইলী হামলার তীব্র প্রতিবাদ জানান বক্তারা। এসময় ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
ঘটনাপ্রবাহ: ইজরাইলী, দীঘিনালায়, ফিলিস্তিনে
Facebook Comment