বন্যার্তদের ৩০ লাখ টাকা দিলেন তথ্য প্রযুক্তি বিভাগের সবাই

fec-image

সাম্প্রতিক আকস্মিক বন্যায় ঘরবাড়ি ছাড়া হয়ে মানবতার জীবনযাপন করছেন দক্ষিণ পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ। তাদের সহায়তায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দিয়েছেন। যার পরিমাণ ২৯ লাখ ৬৪ হাজার ৩৮ টাকা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে এসব টাকার ছয়টি চেক সংশ্লিষ্ট উপদেষ্টা মো. নাহিদ ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এর আওতাধীন সব দপ্তর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা এই টাকা দিয়েছেন।

এর আগে, গত ২৪ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে আজ বিভাগ ও এর আওতাধীন দপ্তর, সংস্থাগুলো এসব চেক জমা দিয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৫৩ টাকার চেক জমা দিয়েছিল সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন