বাইশারীতে এক অসহায় নারীর বসতঘর পুড়ে ছাই


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পুর্ব বাইশারী গ্রামে রোববার ১৫ জুন দিবাগত রাত ৩টার দিকে মরহুম ডা. হাসেম সরোয়ারের স্ত্রী হুমাইয়রার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত হুমাইয়রা ও তার ছেলে কলেজ পড়ুয়া মিছবাহ উদ্দীন জানান, রাতের খাবার খেয়ে মা ও ছেলে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ ঘরের কোন থেকে আগুনের লেলিহান শিখা ও ধোয়ায় তারা জেগে উঠেন এবং কোনো রকমে ঘরের এক কোনা ভেঙে বের হয়ে প্রানণ রক্ষা পান।
ঘরের ভিতর থেকে কোনো মালামাল বের করতে পারে নি। ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা হতে পারে বলে জানান মিছবাহ উদ্দীন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ। তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এস আই সালাম জানান, ঘর পুড়ে যাওয়ার বিষয়টি সত্যি। তবে কে বা কারা পুড়ে দিয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি সদস্য আবু তাহের। তিনি বিষয়টি দুঃখজনক বলে জানান। এবিষয়ে ছেলে মিছবাহ উদ্দীন জানান, তিনি বিষয়টি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।