বাইশারীতে বিজয় স্মৃতি নাইন সেট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে বিজয় স্মৃতি নাইন সেট ক্রিকেটে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঈদগড় ক্রিকেট একাদশ বনাম নাইক্ষংছড়ি ক্রীকেট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এতে ঈদগড় ক্রিকেট একাদশ নাইক্ষংছড়ি ক্রিকেট একাদশকে হারিয়ে ৭ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
শনিবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মধ্যম বাইশারী নব জাগরণ সংঘের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর।
কমিটির সদস্য মিনহাজ ও রাসেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা কর্মচারী পরিষদের সভাপতি আবুল কালাম, ক্রীড়াবীদ মো. রাশেদ, মহিলা ইউপি সদস্য সাবেকুন্নাহার, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক এনকে রাশেদ, বান্দরবান কলেজ ছাত্রলীগ নেতা আবদুল মাবুদ শাহীন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরটি রাসেল তালুকদার।