বাইশারী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন কারনে অর্থদণ্ড

fec-image

বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার দুইশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (১৭ মে) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাইশারী বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল।

ওই সময় তিনি ভোক্তা অধিকার আইন না মানায় ও মূল্য তালিকার চেয়ে দ্রব্যমুল্যের দাম বেশী নেওয়ায় দুই মোদী দোকানিকে ৭০০০ হাজার টাকা ও ইয়াছমিন স্টোর পন্যের গায়ে মুল্য ঘষা মাজা করায় ২০০০ হাজার টাকা এবং ৩টি মটর সাইকেলকে হেলমেট ও রেজিস্টেশন না থাকায় ১২০০শত টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল বলেন, গত ১০ তারিখ লক ডাউন শিথিলের পর থেকে জেলা প্রশাসনের নির্দেশে নাইক্ষ্যংছড়ি উপজেলার হাট বাজার গুলু মনিটরিং করা হচ্ছে।

পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরার দিকে খেয়াল রাখা এবং হাট বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় মালামাল উর্ধ্বগতি রোধ করা নিয়ে তদরকি‘সহ ভোক্তা অধিকার লঙ্ঘন কারীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ অভিযান কে সাধুবাধ জানান সচেতন মহল। মাঝে মধ্যে এসব অভিযানের প্রয়োজন রয়েছে বলে ও তারা দাবী তুলেন।

এসময় বাইশারী বাজার সভাপতি জাহাংগীর আলম বাহাদুর, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এএস আই হাবিব‘সহ ফোর্সরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাহী ম্যাজিস্ট্রেট, বান্দরবান, ভ্রাম্যমাণ আদালত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন