বাঘাইছড়িতে অর্ধশতাধিক হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অর্ধশতাধিক হতদরিদ্র দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে এই সংগঠনের পক্ষে ঘরে ঘরে গিয়ে এসব ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সদস্য আবদুল গাফফার সুবেল।
এসময় ছাত্র নেতা সুবেল বলেন, মানুষের জন্য ফাউন্ডেশন একটি অরাজনৈতিক,সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের কাজই হচ্ছে সমাজের অসহায়, বঞ্চিত ও নিপিড়ীত মানুষের অধিকার নিশ্চিত করা। আর এই লক্ষ্যেই আমরা মাঠে কাজ করছি। তারই ধারাবাহিকতায় বাঘাইছড়ির বিভিন্ন জায়গার অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
ঘটনাপ্রবাহ: ঈদ উপহার, বাঘাইছড়ি
Facebook Comment