বাঙালহালিয়া সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

রাঙামাটি রাজস্থলী উপজেলা বাঙালহালিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে এই বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদেশ্যে কলেজ গর্ভনিংবর্ডির সভাপতি রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, সততা ও নিষ্ঠার সাথে জীবনাদর্শ গড়ে তুলতে হবে। তিনি পিতা-মাতা শিক্ষকমণ্ডলী ও বড়দের সন্মান ও তাদের আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে অবদান রাখার অনুরোধ জানান। ইউএনও আরোও বলেন, পড়া-লেখার পাশাপাশি সাহিত্য, সঙ্গীত চর্চা সর্বোপরী শিক্ষাজীবন শেষ করে মেধা-মনন কাজে লাগিয়ে মানুষের কল্যাণে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে অসাম্প্রদায়িক দেশ গঠনে ভুমিকা রাখতে হবে।
কলেজ অধ্যক্ষ রফিক মিয়ার সভাপতিত্বে ও প্রভাষক সুনিত মুৎসুদ্দির পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।