বান্দরবানের ভরাখালীতে ট্রাক্টর উল্টে কৃষকের মৃত্যু
বান্দরবানের ভরাখালীতে চাষের জন্য ট্রাক্টরের মাধ্যমে জমি প্রস্তুত করার সময় ট্রাক্টর উল্টে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত কৃষকের নাম মো.শাহাব উদ্দিন (২৫) ,সে ২নং কুহালং ইউনিয়নের বটতলি পাড়ার করিম মোল্লার ছেলে।
রবিবার (২৪ অক্টোবর) দুপুরে বালাঘাটার ভরাখালীত এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভরাখালীতে নিজ জমিতে চাষের জন্য ট্রাক্টরের মাধ্যমে জমির মাটি প্রস্তুত করার সময় সেটি হঠাৎ উল্টে যায়।এতে কৃষক মো. শাহাব উদ্দিন ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে পুলিশ ও স্থানীয়রা মিলে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
বান্দরবান সদর থানার উপ পরিদর্শক এসআই ইসমাইল জানান, ঘটনা পর ভরাখালী থেকে কৃষকের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে আনা হয়েছে। তদন্ত শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।