বান্দরবানে বাসের ধাক্কায় প্রাণ গেল সেনাসদস্যর


বান্দরবানে বাসের ধাক্কায় রেজাউল করিম (৪৩) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের মেঘলা তালুকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শেখেরখিল্লাহ এলাকার মৃত বদিউল আলম এর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাসদস্য রেজাউল করিম মোটর সাইকেলযোগে বান্দরবান থেকে কেরানিহাট যাচ্ছিলেন। যাওয়ার পথে মেঘলা তালুকদারপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুতগতিতে এসে
একটি বাস মোটর সাইকেলকে ধাক্কা দিলে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ সরোয়ার বলেন, সড়ক দূর্ঘটনায় রেজাউল করিম নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে। ঘাতক বাসকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।