বান্দরবানে মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে প্রচারাভিযান অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বান্দরবান জেলা সিভিল সার্জন কার্যালয়ে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এনজিও সংস্থা পরিপেক্ষিতে সহযোগিতায় এ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মংনু চিং মারমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সদর হাসপাতালের আরএমও ডাঃ অং শৈ প্র“ মারমা। বৃহত্তর চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গু’র সম্পাদক কবির হোসেন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মোঃ ওসমান গনি, সাংবাদিক মনিরুল ইসলাম মনু, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা শৌচিং প্র“ মারমা।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র, পরিবহণ মালিক-শ্রমিকসহ ৫০জন অংশ নেয়। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা বলেন, মাদক সর্বনাশা দ্রব্য। এ সর্বনাশা মাদক যুব সমাজকে ধংস করে চলেছে। সমাজে যতবেশি মাদক সেবনকারী বৃদ্ধি পাবে, ততবেশি বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। এটি কারণ হচ্ছে, মাদক সেবনকারী অর্থের জন্য চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা রকম সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে। শুধু শহরের নয়, গ্রামেও বেড়েছে মাদকের ব্যবহার। শুধুমাত্র পুরুষ নয়, বর্তমানে নারীদের মধ্যেও বেড়ে গিয়েছে মাককের ব্যবহার। বক্তারা আরো বলেন, মাদক সেবনে শুধুমাত্র অর্থ নষ্ট হয় না, মাদকের কারণে একজন ব্যক্তির জীবন ও পরিবার ধংস হয়ে যায়।
মাদক সেবনের ফলে শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন হ্রাস পায়, যার পরিনাম মৃত্যু। এছাড়াও মাদক গ্রহণের কারণে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, এইচআইভি/এইডস, হেপাটাইটিস এবং ফুসফুসের রোগ দেখা যায়। সিরিঞ্জ দিয়ে মাদক সেবন করলে যকৃত, মস্তিস্ক এবং মেরুদন্ডের রোগে আক্রান্ত হয়। বক্তারা বলেন, মাদকাসক্তি থেকে যুব সমাজকে রক্ষা ও মাদকের ব্যবহার প্রতিরোধ করতে সচেতনতা বৃদ্ধি করা পাশাপাশি যুবক সমাজকে খেলাধূলায় আগ্রহী করে তোলতে হবে। এর জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।