বান্দরবানে সড়ক দুর্ঘটনায় আহত ৪


বান্দরবানে সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তি আহত হয়েছে । ১২ মার্চ দুপুরে বান্দরবান মধ্যপাড়া মধ্যম পাড়া হতে স্বপরিবারে জীপ যোগে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সাদপাড়া, থানচি আসার পথে টেংকি পাড়া নামক স্থানে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পার্শে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে গাড়ীটি উল্টে যায়। এতে একই পরিবারের ৫ জন গুরুতর আহত হয় ।
দুর্ঘটনায় আহত ব্যাক্তিরা হল মিঃ মং থোয়াই অং রাখাইন (৪৮) মাসানু রাখাইন (৪২) , উসাই কিং রাখাইন (২০) , খিং খিং শৈই(১০) ।
আহতদের স্থানীয় লোকজন বলিপাড়া ব্যাটালিয়ন এমআই রুমে নিয়ে আসে। বর্তমানে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এম্বুলেন্স যোগে বান্দরবান সদর হাসপাতলে প্রেরণ করা হয়েছে।