বান্দরবানে ১৫ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী


বান্দরবানে ১৫ কোটি টাকা বরাদ্দে ছয় উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজ ও ভিত্তি প্রস্তরের উদ্ধোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের তত্ত্বাধানে উন্নয়ন কাজ গুলো হচ্ছে ৮২ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে জেলা সদরের ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, ৬ কোটি ৩৪ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে কালাঘাটা-তারাছা খালের উপর ৯১ মিটার গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর, ১ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে কালাঘাটা-তারাছা ইউপি পর্যন্ত ১০০০ মিটার হতে ৩০০০ মিটার রাস্তা উন্নয়ন ৩ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে কালাঘাটা তারাছা ইউপি অফিস পর্যন্ত রাস্তা উন্নয়ন, ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ২৮৮৫ মিটার সড়ক নির্মাণ ও ৬০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন, ৮০ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে কালাঘাটা তারাছা ইউপি অফিস পর্যন্ত রাস্তা উন্নয়নসহ মোট ১৫ কোটি ৪৩ লক্ষ ৩৯ হাজার টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু সাদত মো: জিল্লুর রহমান, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলার চেয়ারম্যান চহাই মং মারমা, বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিনিয়র জামাল উদ্দিনসহ সরকারি বেসরকারি উর্ধতন কর্মকর্তারা।