বান্দরবান যুবদলের মিছিলের পর বিএনপি নেতা ওসমান গণি আটক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বান্দরবানে পুলিশী বাধায় বিক্ষোভ মিছিলের পর, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক মো. ওসমান গণিকে নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে সদর থানায় নিয়ে গেছে পুলিশ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (১৫জুন) বিকালে শহরের চৌধুরী মার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে যুবদল নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে পুলিশ তাদের বাধা দেয়। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় নেতৃবৃন্দ বিচারপতি শামসুদ্দিন মানিক কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তির বিচার এবং দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গণির নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জেলা যুবদল সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শিমুল দাশসহ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলো, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
বিএনপি নেতার আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন- বিএনপি নেতা অধ্যাপক ওসমান গণিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।