বান্দরবা‌নে চা চাষী‌দের জন‌্য লীফ কা‌লেকশন সেন্টার এর উ‌দ্বোধন

fec-image

ক্ষুদ্রতায়ন চা চাষী‌দের কাঁচা চা পাতা সংরক্ষ‌ণের সু‌বিধা‌র্থে সম্প্রী‌তির লীফ কা‌লেকশন সেন্টার এর উ‌দ্বোধন ক‌রা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৬ন‌ভেম্বর) সকা‌লে চিম্বুক সড়‌কের শ‌্যারণ পাড়া এলাকায় উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তিথি ছি‌লেন চট্টগ্রামের এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন।

এসময় তি‌নি ব‌লেন, এই লীফ কালেকশন সেন্টার ক্ষুদ্র চা চাষীদের দারিদ্র্য বিমোচনে সহায়ক হিসেবে কাজ করবে। “সম্প্রীতি লীফ কালেকশন সেন্টার” স্থাপনের মাধ্যমে এখানকার চাষীরা কাঁচা চা পাতা সংরক্ষণের সু‌বিধা পে‌য়ে উপকৃত হ‌বে।

তি‌নি ব‌লেন, চা পাতা সঠিকভা‌বে সংরক্ষণের ফ‌লে চা পাতার গুনগত মান ভাল থাকবে এ‌তে কারখানায় ভাল মানের চা উৎপাদন হবে । চা চা‌ষের ফ‌লে এখানকার চাষী‌দের জীবনমান আ‌রো উন্নত হ‌বে। পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সেনাবাহিনী সব সময় পা‌শে আছে এবং থাকবে ব‌লেও জানান তি‌নি।

এসময় আরও উপস্থিত ছিলেন , বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল আখতার উস সামাদ রাফিসহ সেনা বাহিনী, চা বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় চা চাষীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন