বান্দরবান ৪০০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ
বান্দরবানে বন বিভাগের অভিযানে ৪০০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে বনবিভাগ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে শহরের নিউগুলশান ইসলামি শিক্ষাকেন্দ্র স’মিল থেকে এসব অবৈধ কাঠ জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বান্দরবানে কাঠ ব্যবসার আড়ালে কিছু অসাধু ব্যবসায়ী সরকারি রিজার্ভ বনের বিভিন্ন প্রজাতির কাঠ অবৈধভাবে মজুদ এবং পাচার করে আসছিল। এ সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি টিম অভিযান চালিয়ে অবৈধ কাঠ জব্দ করে।
এ বিষয়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জুয়েল চৌধুরী জানান, শহরের গাছের ডিপোগুলোতে অভিযান চালিয়ে কাগজের সাথে কাঠের মিল না থাকায় সেগুন, গামারি, গোদা, গর্জনসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪০০ ঘন ফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। ক্রমান্বয়ে সবগুলো ডিপোতে অভিযান পরিচালনা করা হবে।
ঘটনাপ্রবাহ: কাঠ, বান্দরবান
Facebook Comment