বিজিবি নিশ্চিত করলেই কড়া প্রতিবাদ জানাবে ঢাকা

fec-image

সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকার প্রতিবাদের দিন তিনেকের মাথায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিশ্চিত করলেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানাবে ঢাকা।

সোমবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি অপেক্ষা করছি। বিজিবি নিশ্চিত করলেই আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাব। ভারতের সঙ্গে যখন বলা হতো সোনালী অধ্যায় চলছে, তখনও ঠিক একই ঘটনা চলছিল। কাজেই এটার কোনো পরিবর্তন হয়নি। আমি মনে করি, এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে।

সীমান্তে বাংলাদেশি হত্যা উসকানিমূলক কি না— জানতে চাইলে উপদেষ্টা বলেন, যখন সোনালী সম্পর্ক বলা হয়েছে তখনও একই ঘটনা ঘটেছে। আলাদা করে দেখার সুযোগ নেই। এটা অবশ্যই একটা অগ্রহণযোগ্য বিষয়। তখনও অগ্রহণযোগ্য, এখনও অগ্রহণযোগ্য।

সীমান্ত হত্যা ঢাকা-দিল্লির সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে অন্তরায় জানিয়ে তৌহিদ হোসেন বলেন, সীমান্ত হত্যা যেটা হয়, সেটা দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না। মানুষের বিষয় আছে। একটি মানুষ যখন সীমান্তে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে এটার প্রতিক্রিয়া হয় এবং সেটা একটা নেগেটিভ হয়; এটা আমরা চাই না।

সীমান্ত সংলগ্ন ভারতের দুটি রাজ্যে নানা রকম অস্থিরতা যাচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে কি না— জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার জানা মতে আমরা এখন পর্যন্ত অতিরিক্ত সতর্কতা জারি করিনি। স্বরাষ্ট্র (মন্ত্রণালয়) যদি মনে করে সেরকম করার প্রয়োজন আছে, তখন তারা সেটা করবে।

প্রসঙ্গত, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার ধনতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে, বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হয়। ওই ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন