ভবানি চরণে অভিভাবক সমাবেশ, বৃহস্পতিবার হতে বিদ্যালয় বন্ধ

রমজান মাস সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মা ও অভিভাবক সাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার গোমতি ভবানি চরণ রওয়াজাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো:আরিফুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র অভিভাবক অহিদুর রহমান ও নেহারিকা ত্রিপুরা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, রজমান মাস উপলক্ষ ২৭ ফেব্রুয়ারী হতে ১ মাস ১০ দিনের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এতে শিশুদের পড়া লেখার পাশাপাশি স্বাস্থ্য ও খেলাধুলার প্রতি যত্নশীল হতে পরামর্শ দিয়ে মোবাইল ডিভাইস হতে শিশুদের বিরত রাখতে এবং শিশুর সামনে অশালিন আচরণ না করে সব সময় শিক্ষকদের সাথে যোগাযোগ রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় শিক্ষার্থী অভিভাবক, সুশীল ব্যক্তি ও মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।