ভারতের সঙ্গে সম্পর্ক হবে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে
পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে। সার্ককে আরও কার্যকর করতে উদ্যোগ নেওয়া হবে।
রোববার (৮ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সরকারি কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
তিনি বলেন, আজ এ সরকারের এক মাস পূর্ণ হয়েছে। গণআন্দোলনে যারা সামনে ও পেছন থেকে নেতৃত্বে দিয়েছেন তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে নানা বিষয় আলোচনায় এসেছে। এরমধ্যে ছিল ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্কের দরকার। তবে সেই সম্পর্ক হবে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে। সমতা, সম্মান ও ন্যায্যতা যদি না পায় তাহলে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক কি?
এ সময় তিনি সার্কসহ অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলো কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।