‘ভিন্ন জায়গার ছবি খাগড়াছড়ি ও রাঙামাটির বলে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছে’
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ভিন্ন জায়গা থেকে ছবি এনে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ঘটেছে বলে অপপ্রচার ও গুজব চালানো হয়েছে। কিছু কিছু আমার কাছে যেন মনে হলো, মণিপুরের সে ছবিগুলো ফটোসপ করে দেখানো হয়েছে। তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সাংবাদিকদের সতর্ক থাকা ও অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানান।
তিনি শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সহিংসতা পরিবর্তী খাগড়াছড়িতে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি খাগড়াছড়ি ও রাঙামাটিতে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কতগুলো প্রাণ ঝড়ে গেল। এর জন্য আমরা দুঃখিত ও ব্যথিত।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, বুধবার (সেপ্টেম্বর) সকালে মোটরসাইকেল খাগড়াছড়ি জেলা সদরে এক বাঙালি যুবককে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে দীঘিনালা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সন্ত্রাসীরা হামলা চালালে পুরো জেলায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সেনাবাহিনীর উপরও পাল্টা গুলি চালানো হয়। সহিংসতায় খাগড়াছড়ি জেলা সদরে ২ জন ও দীঘিনালায় অপর একজনের মৃত্যু এবং অর্ধশতাধিক দোকানপাটে আগুন দেওয়ার ঘটনা ঘটে।