মহালছড়ি জোন কর্তৃক বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
খাগড়াছড়ির মহালছড়িতে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মহালছড়ি জোন কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, অতিবৃষ্টির কারণে চেঙ্গী নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় মহালছড়ির চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম এলাকায় বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় শতাধিক পরিবার।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল শাহ্রিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি।
ত্রাণ পেয়ে জনমনে স্বস্তি ফিরে এসেছে। মো. দ্বীন মিয়া নামের এক ব্যক্তি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, গত ২ দিন ধরে আমরা পানিবন্দি, বাজারে যেতে পারছিলাম না। আজকে মহালছড়ি জোনের এই সহায়তা পেয়ে খুশি লাগছে।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান জোন অধিনায়ক।