সড়কে পাহাড় ধস

মহালছড়ি সেনা জোনের উদ্যোগে সড়কে যান চলাচল স্বাভাবিক

fec-image

খাগড়াছড়ির মহালছড়ির-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কের ধুমনীঘাট পঙ্খীমুড়া এলাকায় গত তিন মাস আগে ভারী বর্ষণের ফলে ছোট পরিসরে পাহাড়ধসের ঘটনা ঘটে।

রবিবার (২৫ ডিসেম্বর) আনুমানিক রাত ১১টায় আকস্মিকভাবে একই স্থানে নতুন করে পাহাড় ধসে সড়কটি প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হয়। এতে করে জালিয়াপাড়ার সাথে খাগড়াছড়ি, মহালছড়ি এবং রাঙ্গামাটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে মহালছড়ির ধুমনীঘাট হতে একটি সেনা টহল দ্রুত ঘটনাস্থলে যায় এবং যৎসামান্য কিছু সরঞ্জামাদি দিয়ে রাস্তা সচল করার চেষ্টা অব্যাহত রাখে। অবশেষে, রাতভর পরিশ্রমের পর স্থানীয়দের সহায়তায় (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় মহালছড়ি সেনা জোন রাস্তাটি সম্পূর্ণভাবে সচল করতে সক্ষম হয়।

এলাকার একজন প্রবীণ কারবারির সাথে কথা বলে জানা যায়, যে কোন সমস্যায় পড়লে মহালছড়ি জোন সবার আগে ছুটে আসে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, রাস্তাটি চলাচলের জন্য সচল করা না হলে তাদের ট্রাকে পরিবহরনর জন্য লোড করা কাঁচামাল নষ্ট হয়ে যেত এবং তারা বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারতেন।

উক্ত ঘটনায় এলাকাবাসী ও যানবাহন মালিকগণ মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন