মহেশখালীতে রাতের আঁধারে গাছ পাচারকারী সিন্ডিকেটের ডাম্পার গাড়ি জব্দ
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর বিট এলাকায় রাতের আঁধারে গাছ পাচারের সময় গাছভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ।রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিট অফিসার মঞ্জুর মুর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়।দিনেশপুর বিট অফিসার মঞ্জুর মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে রাত ১১টার দিকে টিম নিয়ে পাহাড়ে প্রবেশ করি। পাচারকারীরা গাছ গাড়িতে তোলার সময় বন বিভাগের লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে গাছসহ গাড়িটি জব্দ করে বিট অফিসে নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় পরিবেশকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে সোনামিয়ার নেতৃত্বে একটি সিন্ডিকেট গাছ পাচার করে আসছে। তারা বন উজাড়ের বিরুদ্ধে সরব হলেও বন বিভাগের ভূমিকায় হতাশ ছিলেন। আজকের এই অভিযানে একটি গাছভর্তি গাড়ি আটক করা গেলেও, পাচারকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা না নিলে বন উজাড় অব্যাহত থাকবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।সম্প্রতি মহেশখালীতে পাহাড় কেটে রাস্তা বানানোর ঘটনাকে কেন্দ্র করে বন বিভাগ মামলা করেছে। এতে সোনামিয়া, ছাত্রলীগের পলাতক নেতা সাইফুল ও সেফায়েত জড়িত বলে জানা যায়। তবে স্থানীয়দের অভিযোগ, শুধুমাত্র সেফায়েতকে আসামি করে বাকি অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। সোনামিয়াকে আসামি না করায় সে তার প্রভাব খাটিয়ে আবারও গাছ পাচারে জড়িত হয়েছে বলে তারা দাবি করেন।স্থানীয় পরিবেশকর্মী রাকিব হাসান বলেন, আমার দেওয়া তথ্যের ভিত্তিতে বিট অফিসার মঞ্জুর মুর্শেদ গাছ পাচারের সময় গাছভর্তি গাড়িটি জব্দ করেছেন। দীর্ঘদিন ধরে মহেশখালীতে নিলাম ও অকশনের নামে এবং রাতের অন্ধকারে বন উজাড় করে গাছ পাচার করা হচ্ছে। সম্প্রতি বন উজাড়ের প্রতিবাদ করায় আমার সঙ্গে থাকা স্থানীয় যুবক এনামের উপর সোনামিয়া ও তার বাহিনী হামলা চালিয়ে তাকে আহত করেছে। প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় তারা আরও দুঃসাহসী হয়ে উঠছে। বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর আইনি পদক্ষেপ নিয়ে বন রক্ষা করতে হবে। অন্যথায় মহেশখালীতে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে পরিবেশ বিপর্যয় ঘটবে।
Facebook Comment