মাটিরাঙ্গায় মাধ্যমিকে পাশের হার ৮৩.৫১ ও দাখিলে ৯৮.৬৫ শতাংশ 

fec-image

২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।মাটিরাঙ্গায় উপজেলা মাধ্যমিক পর্যায়ে পাশের হার ৮৩.৫১% এবং জিপিএ-৫ পেয়েছে ৪২ জন। দাখিল পর্যায়ে পাশের হার ৯৮.৬৫% এবং জিপিএ -৫ পেয়েছে ৪ জন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পূর্বনির্ধারিত সময়ানুযায়ী সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

মাধ্যমিক পর্যায়ে ১৭৫৯ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৪৬৮ জন। অন্যদিকে দাখিল পর্যায়ে ১৪৯ পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৪৭ জন।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ২২১জন পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৯২ জন। জিপিএ- ৫ পেয়েছে ৮ জন। শতকরা পাশের হার ৮৬.৮৮%।তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয় ৩৬৪ জন পরিক্ষার্থী মধ্যে পাশ করেছে ৩০৯ জিপিএ- ৫ পেয়েছে ৩ জন। শতকরা পাশের হার ৮৪.৮৯%।

গোমতী বিকে উচ্চ বিদ্যালয় মোট পরিক্ষার্থী ২৬৬ জনের মধ্যে পাশ করেছে ১৭৬জন। জিপিএ -৫ পেয়েছে ৫জন। শতকরা পাশের হার ৬৬.১৬%। শান্তিপুর উচ্চ বিদ্যালয় মোট পরিক্ষার্থী ১৫৩ জনের মধ্যে পাশ করেছে ১২৮জন। জিপিএ- ৫ পেয়েছে ৫জন। এছাড়াও শতকরা পাশের হার ৮৩.৬৬%।

জিপিএ- ৫ শূন্য আমতলী উচ্চ বিদ্যালয়ে ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৬ জন। শতকরা পাশের হার ৭৪.১৫%। তাইন্দং উচ্চ বিদ্যালয়ে ২৩১ জনের মধ্যে পাশ করেছে ২১৬জন। এছাড়াও জিপিএ- ৫ পেয়েছে ১২জন। শতকরা পাশের হার ৯৩.৫১%।

মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৭জনের মধ্যে পাশ করেছে ৮৪ জন। জিপিএ- ৫ পেয়েছে ১ জন। শতকরা পাশের হার ৮৬.৫৯%। খেদাছড়া উচ্চ বিদ্যালয়ে ১৪০জনের মধ্যে পাশ করেছে ১২৬জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। শতকরা পাশের হার ৯০%। মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ে ১২৯জনে পাশ করেছে ১১৫জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। শতকরা পাশের হার ৮৯.১৪%। আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ে ৬৯জনের মধ্যে পাশ করেছে ৫৮জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। এ প্রতিষ্ঠানে শতকরা পাশের হার ৮৪.০৫%।

দাখিল পর্যায়ে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায় ৪৫ জনের মধ্যে পাশ করেছে ৪৩জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। এ প্রতিষ্ঠানে শতকরা পাশের হার ৯৫.৫৫%। তবলছড়ি ইসলমিয়া আলিম মাদরাসায় ৪১জনের মধ্যে পাশ করেছে শতভাগ।তাইন্দং মোহাম্মদীয়া দাখিল মাদরাসা মোট শিক্ষার্থী ৪৬ জনের মধ্যে শতভাগ পাশ। জিপিএ-৫ পেয়েছে ১জন। খেদাছড়া ইসলামিয়া দাখিল মাদরাসায় ১৮ জনের মধ্যে পাশ করেছে ১৭জন। শতকরা পাশের হার ৯৪.৪৪%।

ভাল ফলাফলের চেয়ে মানসম্পন্ন লেখাপড়া অতি দরকার বলে মনে করেন সচেতন মহল। শিক্ষার্থীদের ভাল ফলাফল করার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা গ্রহণ জরুরি বলে মনে করেন অনেকে।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ্ বলেন,করোনা মহামারি শেষে অল্প সময়ের প্রস্তুুতি তে শিক্ষার্থীরা বেশ ভাল ফলাফল করেছে। আশা করি এ ফলাফল তাদের ভবিষ্যত উচ্চ শিক্ষা লাভে সহায়ক হবে বলে মনো করেন তিনি।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের প্রায় ৯ মাস পর ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এর মাধ্যমে দেড় বছর পর প্রথম কোনো পাবলিক পরীক্ষায় বসে শিক্ষার্থীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন