মা‌টিরাঙ্গা সীমান্ত দি‌য়ে আরও ১৯ ভারতীয় নাগ‌রিক পুশ-ইন

fec-image

সীমান্তবর্তী‌ জেলা খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা দি‌য়ের আরও ১৯ ভারতীয় নাগ‌রিক কে পুশ-ইন ক‌রে‌ছে ভারতীয় সিমান্তরক্ষী বা‌হিনী বিএসএফ।

সোমবার (২৬‌ মে) ভোর রা‌তে উপ‌জেলার তাইন্দং ইউ‌পির আসালং সীমান্ত এলাকা দি‌য়ে পুশ-ইন করা হয়।

জানা যায়, যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর অধীনস্থ কৃষনদয়াল বিওপির টহল কমান্ডার হাবিলদার এজাজুল এর নেতৃত্বধীন টহল দল আসালং রোড নামক এলাকা থে‌কে তা‌দের আটক করেন। পুশ ইন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়। প‌রে আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

আটককৃতরা সক‌লে বাংলা ভাষায় কথা বলতে পারেন এবং বাংলাদেশের কুড়িগ্রাম এলাকায় তা‌দের ঘরবাড়ি রয়েছে বলে সূত্র জানায়।

উ‌ল্লেখ্য, গত ৭‌মে উপ‌জেলার শান্তীপুর সীমান্ত দি‌য়ে ২৭জন,তাইন্দং একই এলাকা দি‌য়ে ২৩ জন কে পুশ ইন ক‌রে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী বিএসএফ।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের জোরপূর্বক পুশ ইন করা হয়েছে তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন ইউএনও।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন