মাদক মামলায় রোহিঙ্গা যুবকের ৫ বছরের কারাদণ্ড
চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় ইয়াবা উদ্ধারের মামলায় মো. ইউনুছ (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ইউনুছ মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু জেলার নাইসং এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে।
রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ।
তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত ইউনুছ জামিনে গিয়ে আত্মগোপনে চলে যায়। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি নগরীর আকবরশাহ থানার সিটি গেট এলাকা থেকে দুই হাজার ৫২ পিস ইয়াবাসহ মো. ইউনুছ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই আকবর শাহ থানায় মামলা হয়। পরে মামলায় ইউনুছকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।