মানবাধিকার দিবস উপলক্ষে পানছড়িতে ছাত্রদলের মানববন্ধন
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করেছে পানছড়ি উপজেলা ছাত্রদল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ থেকে পানছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা সংলগ্ন পানছড়ি-খাগড়াছড়ির প্রধান সড়কর পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বিগত সরকার গত ১৬ বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে দখল করে রেখেছে এবং বিএনপি ও সাধারণ মানুষের ওপর চালিয়েছে অত্যাচার, গুম ও খুন। এসব নির্যাতনের প্রতিবাদে ছাত্র-জনতার আন্দোলনে অবৈধ সরকার গত ৫ আগস্ট দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”
তারা অবিলম্বে সকল গুম ও হত্যার সঠিক বিচার এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন, “মানবাধিকার দিবসে আমাদের একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য হলো, এ দেশে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা এবং ন্যায়ের প্রতিষ্ঠা নিশ্চিত করা।”