মানিকছড়িতে ছাত্রলীগের উদ্যোগে চলছে কৃষকের পাকা ধান কাটা

fec-image

করোনা’র মহামারিতে অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশে মানিকছড়ি আওয়ামী লীগের পরামর্শক্রমে উপজেলা ছাত্রলীগ সম্প্রতি কৃষকের পাকা ধান কাটার চলমান কর্মসূচী হাতে নিয়েছে। উপজেলা, ইউনিয়ন, কলেজ ছাত্রলীগের উদ্যোগে ধান কাটা কর্মসূচীতে অংশ নিচ্ছে জনপ্রতিনিধিসহ নানা পেশার মানুষ।

সোমবার  (১১ মে) সকালে উপজেলার গোদাতলী এলাকায় কৃষক মোহাম্মদ আলী ও মো. শফিকুৃল ইসলাম এর ১একর ২০ শতক ধান্য জমির পাকা ধান কাটতে মাঠে নেমেছেন তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগ। ছাত্রদের এমন মানবতাবোধ দেখে ধান কাটায় অংশ নেন ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগ. যুবলীগ ও সাধারণ পথচারীরাও।

প্রায় অর্ধশতাধিক জনবল নিয়ে থান কাটার মহোৎসবে মেতে উঠেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এর আগে উপজেলা, ১ নং মানিকছড়ি ইউনিয়ন,কলেজ ছাত্রলীগ ও তিনটহরী ছাত্রলীগ উপজেলার গচ্ছাবিল, রাঙ্গাপানি এলাকায় কৃষকের পাকা ধান কাটার অংশ নিয়েছিলেন।

তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের এটি ছিল ৩য় দিনের কর্মসূচী। এ প্রসঙ্গে তিনটহরী ছাত্রলীগ সভাপতি কাঞ্চন কান্তি নাথ ও সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হাসান রুবেল জানান, প্রধানমন্ত্রী বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে অসহায় কৃষক, অসহায় হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ ছাত্রলীগসহ আওয়ামী পরিবারকে নিদের্শ দিয়েছেন।

যার ফলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের পরামর্শে আমরা অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছি। ইউনিয়নের দরিদ্র সকল কৃষকের ধান কাটতে আমরা প্রস্তুত আছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, কৃষক, ছাত্রলীগ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন