মানিকছড়ি’র তিন ইউপিতে নৌকার জয়

fec-image

চতুর্থ ধাপের ভোটে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি’র তিন ইউপি’তে অনাকাঙ্খিত কোন ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে। রাত ১০ টায় ঘোষিত বেসরকারী ফলাফলে ৩ ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের সকল প্রার্থী বিজয়ী হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপজেলার তিন ইউপি’র মধ্যে সদর ইউপিতে (মানিকছড়ি) ইভিএমে এবং বাটনাতলী ও তিনটহরী ইউপিতে ব্যালটে ভোট গ্রহণ করা হয়। অন্যদিকে নির্বাচনী মাঠে চেয়ারম্যান পদে দলীয় ৩জন ও স্বতন্ত্র ২জন। সংরক্ষিত সদস্য পদে ২৯ জন ও সাধারণ সদস্য পদে ৬৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদরে ইভিএমে ভোট হওয়ায় এবং বিকেল ৪টার পরও তিনটি কেন্দ্রের লাইনে ভোটার থাকায় ওইসব কেন্দ্রে রাত সাড়ে ৮ টায় ভোট শেষ হয়েছে।

সবশেষে রাত ১০ টায় বেসরকারী ফলাফলে ১নং মানিকছড়িতে নৌকা প্রতীকে মো. শফিকুর রহমান ফারুক পেয়েছেন ৬ হাজার ৫’শ ৫৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম দলের বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী যোগ্য মারমা ( আনারস) পেয়েছেন ৩ হাজার ৩০ ভোট। হাতপাখা ১ হাজার ৫’শ ৬৯ ভোট। কাস্টিং ৬৪.৬৪%।

বাটনাতলী ইউপিতে নৌকা প্রতীকে মো. আবদুর রহিম ৪ হাজার ৭’শ ৭৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম স্বতন্ত্রপ্রার্থী মংসাপ্রূ চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৫’শত ১০ভোট। কাস্টিং ৮১.৯৭%। এছাড়া তিনটহরীতে চেয়ারম্যান পদে(নৌকা) মো. আবুল কালাম আজাদ বিনা ভোটে জয়ের পথে ছিলেন।
রাত ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বেসরকারী ফলাফল ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন