টেকনাফে ১১ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

টেকনাফের হ্নীলা ইউনিয়নে ১১ মামলার পলাতক আসামি ও ডাকাত জামাল বাহিনীর প্রধান জামাল হোসেনকে (৪৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
বুধবার(৭ অক্টোবর) সকাল দশটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা গ্রাম থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ এমায়েতুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে টেকনাফের নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের পরিদর্শক (নিরস্ত্র ) রকিবুল ইসলামের নেতৃত্বে হ্নীলার পশ্চিম লেদা নামক গ্রামে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুকসহ ১১ মামলার পলাতক আসামি ডাকাত জামাল বাহিনীর প্রধান জামাল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর তাকে টেকনাফ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।