মাটিরাঙ্গায় পলাশপুর জোনের ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব দুস্থ পরিবারকে ঢেউটিন এবং আর্থিক অনুদান প্রদান করেছে পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)।
অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
রবিবার (৩০ জুলাই) জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ, পিএসসি স্থানীয় গরীব ও দুস্থ বাঙ্গালি এবং পাহাড়ি পরিবারকে ১৫ বান টিন এবং নগদ ৬৬ হাজার টাকা আর্থিক অনুদানসহ সর্বমোট আনুমানিক ১ লাখ ৮৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এ সময় পলাশপুর জোনের মেডিকেল অফিসার মেজর মো. সাবেরিজ্জামান, জোন স্টাফ অফিসার মো. দেলোয়ার হোসাইন, জুনিয়র কর্মকর্তাগণ, জোনের অন্যান্য পদবীর সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।