মাটিরাঙ্গায় পলাশপুর জোনের মৎস্য পোনা অবমুক্তকরণ

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ জুলাই হতে ৫ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ এ মৎস্য সপ্তাহ হিসেবে পালিত হচ্ছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোনের আওতাধীন সকল বিওপি/ক্যাম্পের পুকুর/জলাশয়ে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়।
এ সময় পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জোন সদরসহ আওতাধিন সকল পুকুর ও জলাশয়ে মোট ১২, হাজার ১০০টি মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মৎস পোনা অবমুক্তকরণ কর্মসূচী-২০২৩ পালন করা হয়।
এছাড়া মেজর মো. সাবেরিজ্জামান, মেডিকেল অফিসার, সকল জুনিয়র কর্মকর্তাসহ ব্যাটালিয়নের অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন বলে অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।