মাটিরাঙ্গায় সাড়ে দশ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৭১টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের খেদাছড়া ব্যাটালিয়ন পলাশপুর জোন (৪০ বিজিবি)।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের মুন্সি মিয়ার টিলা নামক স্থান থেকে মালিকহীন অবস্থায় ভারতীয় মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অযোধ্যা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে অভিযান চালিয়ে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় মোবাইল ফোনগুলো উপজেলার বেলছড়ি ইউনিয়নের সিমান্তবর্তী মুন্সি মিয়ার টিলা নামক স্থান থেকে জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনের আনুমানিক বর্তমান বাজার মূল্য ১০ লাখ ৬৫ হাজার টাকা।
(৪০ বিজিবি) পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ বলেন, জব্দকৃত ভারতীয় মোবাইল ফোনগুলো পরবর্তী পদক্ষেপ গ্রহণে বিধি মোতাবেক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।