`মিথ্যা মামলায় হয়রানির দিন শেষ, সুযোগ নেই দালালির’

fec-image

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেছেন, থানায় মিথ্যা মামলায় হয়রানির দিন শেষ। দালালির সুযোগ আর নাই। যার ঘটনা সেই থানায় যাবে। সঠিক প্রতিকার পাবে। মাদক; যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ব্যাপক গণসচেতনতা গড়ে তুলতে হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে শহরের ২নং ওয়ার্ডের তৈয়বিয়া মাদরাসা প্রাঙ্গণে কমিউনিটি সচেতনতামূলক সভায় সদর থানার ওসি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখির সভাপতিত্বে অনুষ্ঠানে ওসি বলেন, আমরা জনগণের সেবাবান্ধব পুলিশ। ফরিয়াদির জন্য থানার দরজা সর্বদা উন্মুক্ত। প্রকৃত ঘটনায় মামলা করতে গিয়ে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে কেন?

জেলা ছাত্র লীগের সহসভাপতি মইন উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সদর থানার এসআই আবদুল হালিম।

ইউএনএফপিএ-এর সহযোগিতায় সভায় কাউন্সিলর শাহেনা আকতার পাখি বলেন, স্থানীয় গুটি কয়েক ব্যক্তি সমাজে নানা অপরাধ সংঘটিত করে। তাদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। তাহলে অপরাধীরা হয় শুদ্ধ হবে, না হয় এলাকা ছাড়া হবে।

সচেতনতামূলক অনুষ্ঠানে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। তারা মাদক, যৌন হয়রানি, শিশু নির্যাতনসহ অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন